শুষ্ক নীল আকাশের গল্প
২২ জানুয়ারি ২০১৯ ১২:২৪
।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।
আকাশের দিক তাকালে ইদানিং মনে হয় যেন আকাশ নয়, একটা সমুদ্র দেখা যাচ্ছে। সেই সমুদ্রের কূল নেই কিনারা নেই, একটা মেঘের ভেলাও নেই। শুধুই বিস্তৃত সমুদ্দুর।
সেই বহুদূর আকাশে সূর্য খুব প্রতাপে বিরাজ করছে, সেই প্রতাপে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তির দিকে যাচ্ছে। চিন্তা করুন, ইদানিং ভারি জামা পরলে যেমন গরম গরম লাগে না?
উত্তরের জেলাগুলোতে এখনও শৈত্যপ্রবাহ বয়ে চলছে। এই শৈত্যপ্রবাহই শীতের শেষ নিদর্শন। এমনিতেই মাঘ মাস অনেকটা এগিয়ে গেছে। বসন্ত আসার আগে তাকে জায়গা তো দিতে হবে!
এত কিছুর মধ্যে কুয়াশা কিন্তু আজও ফাঁকি দিয়ে যাচ্ছে। সেই সুযোগে কী হয়েছে বলুন তো? বাতাসের আর্দ্রতা কমে যাচ্ছে।
এমন দিনে কিন্তু শুধু ময়েশ্চারাইজারে কাজ হবে না। খেতে হবে অনেক পানি।
যাক সপ্তাহের মাঝামাঝি চলে এসেছি আমরা। আর অর্ধেক সপ্তাহ গেলেই শুক্রবার।
নিরাপদে কেটে যাক আজকের দিনটি।
সারাবাংলা/এমএ/এসএমএন