Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সূর্যের সত্য ক্রমশ প্রকাশ্য


২৩ জানুয়ারি ২০১৯ ১০:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।

মাঘের মোটে আজ ১০ তারিখ, শীতের হাল দেখ! নিজেই কাঁপতে কাঁপতে কোনো ক্রমে একটু গায়ে লাগছে। ওদিকে অনেকে বলছে শীত নাকি ইতোমধ্যেই হবার প্রস্তুতি নিয়ে ফেলেছেন।

ঠিক আগের মতো কনকনে শীত লাগছে না বলে শীত যে চলে গেছে তা কিন্তু না। এখনও তো গায়ে শীত লাগে তাই না? তবে দিন ও রাতের তাপমাত্রা একটু একটু করে বাড়া শুরু করেছে।

উত্তরের যেসব জেলায় শৈত্যপ্রবাহ ছিল তাদের তাপমাত্রা বেড়ে শৈত্যপ্রবাহের তীব্রতা কমেছে। তবে ঘটনা হচ্ছে ফ্রিজ থেকে বের হলে যে কারো গরমই লাগবে সে বাইরে যত ঠাণ্ডাই থাকুক, আমাদের অবস্থাটাও হয়েছে তাইই।

সারা বিশ্বজুড়েই এ বছর গরমের রব। এমনকি যেসব দেশে তুষার পড়ে ঢেকে আছে তারাও বসে আছেন গরমের দুর্ভাবনা মাথায় নিয়ে। এ বছর পৃথিবীর ইতিহাসে অন্যতম একটি গরম বছর হতে যাচ্ছে। এই শীতের কমে আসা শীতের দিনেও সূর্যের একই রকমের তেজি থাকা এমন সব ঘটনারই ইঙ্গিত দিচ্ছে।

বিজ্ঞাপন

হ্যাঁ আজকেই সেই গরমের দিনটি নয়। তবে দিন ধীরে ধীরে তপ্ত হচ্ছে, এখন দিনের সঙ্গে রাতের তাপমাত্রাও বেড়ে যাচ্ছে। কবে জাগবো আমরা? নতুন জাগরণের উপলব্ধি হোক আজকের দিনটিতে।

সারাবাংলা/এমএ

শুভ কাটুক দিনটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর