ধুলোর রাজ্যের মেঘলা দিন
২৭ জানুয়ারি ২০১৯ ১১:১২
।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর ।।
সকালে ঘুম থেকে উঠেই মনে হচ্ছে না কেমন যেন একটা ঘাম ঘাম দিন? শীত তো ফাঁকি দিয়েছে মেলা দিন হলো, এখন কি বর্ষাও অকালে এসে বসে থাকবে নাকি?
আবহাওয়া অফিস থেকেও আসা বার্তায়ও বলা হচ্ছে সারাদেশেই আকাশ একটু মেঘলা মেঘলা এমনকি কিছু কিছু জেলায় গুড়িগুড়ি বৃষ্টিও পড়তে পারে। ব্যাস তাহলে তো জানাই হয়ে গেলো, শীত একদম ঘোষণা দিয়ে বিদায় নিচ্ছে।
গত দুদিনে সারাদেশে রাতের গড় তাপমাত্রা বেড়েছে চার ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা তো বেড়েছেই। এখন এই মেঘের গুমটে গরম আরও অনেক বেশিই লাগছে।
যাক শীত চলে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা যখন হয়েই গেছে, একদিকে ভালো আমরা এখন শীতের পোশাক তুলে ঘরবাড়ি হালকা করে ফেলতে পারি।
নিরাপদে কাটুক আজকের দিনটি।
সারাবাংলা/এমএ/এনএইচ