শীত বাড়ার রাত
৪ ফেব্রুয়ারি ২০১৯ ১০:৫৭
।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।
মাঘের আজ ২২ তারিখ। কী ভাবছিলাম আমরা শীত চলে যাবে? উঁহু আবহাওয়ার পূর্বাভাস আরও বলছে দিনের তাপমাত্রা তো যা ছিল তাই থাকবে, রাতের দিকে তাপমাত্রা আরও কমে যেতে পারে!
শীতের বিষয়টা ঢাকা বসে অবিশ্বাস করা সহজ হলেও উত্তরের জেলাগুলোতে এখনও শৈত্যপ্রবাহ চলছে। ভাবা যায়!
আজকের সারাদিনের পূর্বাভাসে বলা হয়েছে, দিনটি রৌদ্রজ্জ্বল। আকাশে মেঘের লেশমাত্র নেই। তবে দিনটা বেজায় শুষ্ক। প্রাণশক্তি শুষে নেয়ার জন্য এমন একটা শুষ্ক দিন যথেষ্ট। তো এমন দিনে আমরা যেন ভুলেও পানি কম না খাই!
শুষ্কতা বাদ দিলে গড়পড়তা দিনটা খুব উপভোগ্য। তবে রাতের শীতের কথাটা ভুলবেন না যেন। পরে শীত চলে যাবে আর ফিচফিচে সর্দিকাশি বসন্ত উৎসব নষ্ট করবে।
সারাবাংলা/এমএ