ও বৃষ্টি তুমি কোথায়?
১১ ফেব্রুয়ারি ২০১৯ ১১:২৩
।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।
আকাশে মেঘ হবে আর বৃষ্টি নামবে একথাটা কবে থেকে চলছে বলুন তো? সেই মেঘের আশায় আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখে ব্যথা হয়ে গেল! কোথায় মেঘ? দিব্যি নীল আকাশ, সেই আকাশ জুড়ে সোনা রোদ আর আস্তে আস্তে বাড়ছে তাপমাত্রাও।
মাঘের একদম শেষ কয়েক দিন কাটাচ্ছি আমরা। শীত আছে, তবে ওসব বাঘ-টাগ কাঁপবে এরকম কোন ব্যাপার নেই। তাই বলে কিন্তু গরম নেই, এখনও বেশ ঠাণ্ডা। বাহাদুরি করে যারা যারা পাতলা কাপড় পরে বের হচ্ছে তারা প্রত্যেকেই সর্দি-কাশি নিয়ে বাড়ি ফিরছে।
আস্তে আস্তে তাপমাত্রা বাড়ার এই মৌসুমটাই খারাপ। ঠিক যেন রবীন্দ্রনাথের ছুটি গল্পের ফটিক। সে যাই করুক দুটোই হিতে বিপরীতই হয়। আমি বলি কি পাতলা একটা শাল বা সোয়েটার সবসময় সঙ্গে থাকা ভালো। গরম লাগলে খুলে নিয়ে আবার ভাঁজ করে রাখা যা, আর শীত লাগলে গায়ে জড়িয়ে ফেলা যাবে।
বৃষ্টি আসবে আসবে করছে বটে তবে শুষ্কতারও সীমা নেই। সেই শুষ্কতা খুব ভোগাবে। তো ময়েশ্চারাইজার মাখা লাগবেই লাগবেই।
তবে বৃষ্টি কিন্তু বেদের মেয়ে জ্যোৎস্না না। সে আসি আসি করে মোটেই ফাঁকি দিবে না। সে আসবে কড়কড় করে খুব শিঘ্রিই।
যাক চলুন এই দিনটাও জয় করে নেয়া যাক!
সারাবাংলা/এমএ/এনএইচ