Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভালোবাসামাখা দিনটি


১৪ ফেব্রুয়ারি ২০১৯ ১১:২০ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ১১:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর ।।

যখন ভালোবাসা হয়, সেদিনটা কেমন হয়? আকাশ থেকে ফুলেল বৃষ্টি পড়ে? পৃথিবীর সব মানুষকে ভীষণ সুন্দর দেখায়? ধরণীকে মনে হয় যেন স্বর্গ? নিন, আজকেই সেই দিন। শুভ ভালোবাসা দিবস!

কিছু কিছু দিন থাকে, যে দিনটিকে কোনো কিছুই নষ্ট করতে পারে না। আজকে তেমনই একটি দিন। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শত জনমে, থুক্কু শতদিনে এমন একটি নিরুত্তাপ দিন আসে না। বছরে ৩৬৫ দিনে মাত্র কয়েকটি দিনই আজকের মতো চমৎকার!

দেশজুড়ে আস্তে আস্তে শীতের প্রকোপ কমতে শুরু করেছে। বিষয়টা দারুণ। শীতের রুক্ষতা কাটিয়ে একটু একটু করে যখন বসন্ত ডানা মেলছে, ঠিক তেমন সময়েই ভালোবাসার দিনটি পেল উদযাপনের মোক্ষম সুযোগ।

বিজ্ঞাপন

রুক্ষতার কথা যখন উঠে এলোই তখন খবর আসলে দু’দিক থেকে আছে। প্রথমত, রুক্ষতা বলে রুক্ষতা, আমরা তো একদম রুক্ষতম সময়ে আছি। গতকালের আপেক্ষিত আর্দ্রতা ছিল ৪৪ শতাংশ। না বললেও ত্বকে এটা সবাই ঠিক টের পেয়েছেন। আর আজকের দিনও এমনটাই যাবে।

দুই নম্বর খবর হচ্ছে, এই রুক্ষতার সঙ্গে লড়তে ঢাল-তরোয়াল নিয়ে ঘোড়সাওয়ার ছুটিয়ে আসছে মেঘ। শুধু দু’টি দিন যাক, দেখা যাবে যে কত মেঘে কত বর্ষা। সঙ্গে বজ্রের তরোবারি ঝনঝনিয়ে উঠলে ভয় পাবেন না যেন, ভালোবাসাও এমনই হয়। পুরোটা পথ পাড়ি দিতে হলে অনেক চড়াই-উতরাই আছে। সবদিন আজকের মতো ‘পারফেক্ট’ হয় না। তবুও এগিয়ে যেতে হয়। ভালোবাসাকে জয় করতে, ভালোবাসাকে জয়ী করতে হয়।

জয় হোক ভালোবাসার।

সারাবাংলা/এমএ/টিআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর