বৃষ্টি এলো দুয়ারে
১৬ ফেব্রুয়ারি ২০১৯ ১০:১৬
।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।
ঢাকা: শীতের শেষে তীব্র শুষ্কতা আর ধুলো ঝরে যখন সবাই একটু বৃষ্টির জন্য হা পিত্যেশ করছে, তখন আকাশ জুড়ে মেঘেরাও নামার জন্য উচটান হয়ে আছে।
সকাল হতে শহরজুড়ে বৃষ্টির গন্ধ মৌ মৌ করছে। চুলে হাত দিন, ঠিক বুঝবেন— মেঘেরা আমাদের ঘরেও ঢুকে গেছে আর্দ্রতা হয়ে। আজকেই সেদিন, যেদিন বসন্তের প্রথম বৃষ্টি আমাদের ধরায় নামবে স্বারম্বরে।
রোদেলা আকাশের ফাঁকে ফাঁকে যে মেঘ দেখা যাচ্ছে, দিন বাড়তেই সেই মেঘ আরও বেড়ে যাবে। এরপর বজ্রের গর্জন তুলে নামবে বৃষ্টি।
তবে খবর শুধু এই নয়। আবহাওয়ার অফিস থেকে জানানো হয়েছে, বৃষ্টির সঙ্গে শিলাও পড়তে পারে। এই বার্তার পরিষ্কার অর্থ— বৃষ্টি নামলে ঘর থেকে বের হওয়ার কথা ভাবাই যাবে না। উল্টো বাইরে থাকলে ছাদ খুঁজে হুড়মুড়িয়ে ঢুকে যেতে হবে। নাহলে বজ্র বা শিলার বালকসুলভ খেলাছলে ব্যাঙের অবস্থা হবে আমাদের।
মৌসুমের প্রথম বৃষ্টি। আর বাতাসে এখনও ভালোবাসা জেগে আছে। সেই সৌরভ মেখেই মোহময় কাটুক আজকের দিনটি।
সারাবাংলা/এমএ/টিআর