Saturday 30 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেঘলা আকাশ, হঠাৎ নামবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি


২২ ফেব্রুয়ারি ২০১৯ ২২:১৯

।। সারাবাংলা ডেস্ক ।।

ঢাকা: ঋতুরাজ বসন্ত এসেছে। তবে শীত যেন যেতে চাইছে না। এর ওপর পিছু নিয়েছে আষাঢ়ের বৃষ্টি। কেউ যেন কাউকে ছাড় দিতে রাজি না। পূর্বাভাস বলছে, শুক্রবার দিনগত মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

শনিবারের (২২ ফেব্রুয়ারি) সকাল হবে মন খারাপ করা। আকাশ থাকবে মেঘলা। দিনে চার বিভাগের কয়েক জেলায় নামতে পারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।

আবহাওয়া অধিদফতর জানাচ্ছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে দেশের আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকবে। আবহাওয়া থাকবে মূলত শুষ্ক।

পূর্বাভাস আরও বলছে, ঢাকা, খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভবনা রয়েছে। তবে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পটুয়াখালীতে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্র ছিল ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

তবে বসন্তের শুরুতেই বৃষ্টিপাত নেতিবাচক বলছেন আন্তর্জাতিক আবহাওয়া গবেষকরা। তাদের ধারণা, বছরজুড়েই আগাম বৃষ্টি এবং ঝড়ের প্রকোপ চলতেই থাকবে। তাদের মতে, এশিয়া ‍জুড়েই আগাম ঋতুর প্রভাব দেখা যাচ্ছে। তুর্কি, লেবানন, সিরিয়া এবং ইরাক, ইরান, আফগানিস্তান, পাকিস্তান এবং ভারতের উত্তর অংশে আবহাওয়া ও জলবায়ুতে বড় ধরনের পরিবর্তন এসেছে।

বিশেষজ্ঞরা বলছেন, আগাম ধুলো ঝড়ের আশঙ্কা রয়েছে ইরাক, কুয়েত এবং মধ্য সৌদি আরবে। এ বছর অতিবৃষ্টি, আগাম বন্যা ও ভূমি ধস হতে পারে বলেও সতর্ক করছেন তারা। ফেব্রুয়ারির শুরুতে নিউ দিল্লিতে ঝর্ণিঝড় খুবই বিরল ঘটনা বলে উল্লেখ করেছেন তারা। পূর্বাভাস আরও বলছে, বসন্তেই ঝড়ের পুনরাবৃত্তি দেখা যেতে পারে।

বিজ্ঞাপন

তাদের মনে, ভারতের উত্তর অংশে ও পাকিস্তানে এ বছর দেরিতে গ্রীষ্মকাল শুরু হবে। এর প্রভাব পড়বে বাংলাদেশেও।

সারাবাংলা/এটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর