Saturday 30 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অলস রোদের দিন


২ মার্চ ২০১৯ ০০:০১

।। নাদিম হোসেন, নিউজরুম এডিটর ।।

শখের সাপ্তাহিক ছুটির দিন শেষ হলো। আজ থেকেই শুরু হচ্ছে অনেকের ব্যস্ততা। তবে সুখবর হচ্ছে মেঘ-বাদলার দিন কেটে গেছে। আগামী বেশ কদিন বেশ নির্ভার হয়েই সকালবেলা ঘর থেকে বেরুতে পারবেন অফিসগামীরা। শনিবার (২ মার্চ) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দেখা মিলবে আদুরে অলস রোদের।

এদিন রাজধানী ঢাকাতে দিনের বেলায় তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ২৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাস বইবে ঘণ্টায় ৯ কিলোমিটার বেগে। আলোতে থাকবে উচ্চমাত্রায় অতিবেগুনি রশ্মির তীব্রতা। তাই ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন সানস্ক্রিন। কুয়াশাচ্ছন্ন রাতে তাপমাত্রা কমে নেমে যাবে ১৪ ডিগ্রি সেলসিয়াসে।

শনিবার সূর্যোদয় হবে ভোর ৬টা বেজে ২০ মিনিটে আর সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৬টা ২ মিনিটে।

নতুন উদ্যমে শুরু করুন আরও একটি সপ্তাহ।

সারাবাংলা/এনএইচ

বিজ্ঞাপন

বনশ্রীতে আলিফ বাস উলটে খালে
৩০ নভেম্বর ২০২৪ ২২:২১

৩ ডিসেম্বর রেল অবরোধের ঘোষণা
৩০ নভেম্বর ২০২৪ ২১:৪৩

আরো

সম্পর্কিত খবর