উত্তরে ঠান্ডা ঠান্ডা, উষ্ণ অনুভূতি দক্ষিণে
৩ মার্চ ২০১৯ ০১:৪৩
।। সারাবাংলা ডেস্ক ।।
ঢাকা: পাতা গজানোর দিন হলেও প্রকৃতির আচরণ খুবই রহস্যময়। চোখ ক’চলে ঘরের বাইরে এলে হঠাৎ মনে হতে পারে এখনো শেষ হয়নি পাতা ঝরার দিন। কখনো বা কবির ভাষায় ‘কুহেলি কলুষ দীর্ঘ দিনের সীমা’।
আবহাওয়া অধিদফতর রোববারের পূর্বাভাসে বলছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বিহার এবং এর আশে পাশের এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
যে কারণে সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় আবারও কোথাও কোথাও বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে।
শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় টেকনাফে ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
আন্তর্জাতিক আবহাওয়া বিশ্লেষকরা বলছেন, রোববার দেশের দক্ষিণাঞ্চল তুলনামূলক উষ্ণ থাকবে। উত্তরে বয়ে যেতে পারে ঠান্ডা ঠান্ডা মৃদু বাতাস।
সারাবাংলা/এটি