Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি


৭ মার্চ ২০১৯ ১২:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। নাদিম হোসেন, নিউজরুম এডিটর ।।

মেঘ গুড় গুড় মেঘলা দিন ও বৃষ্টির অবসান হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল থেকে ঢাকার আকাশে রোদের দেখা মিলবে। অ্যাকুওয়েদার জানিয়েছে, কিছু কিছু জায়গায় হালকা মেঘের আনাগোনা থাকলেও রোদেলা আবহাওয়া বজায় থাকবে আরও কয়েকদিন।

তবে পশ্চিমা লঘুচাপ ও পুবালী বাতাসের সংমিশ্রণের কারণে উপকূলীয় এলাকায় বজ্রমেঘের প্রভাব থেকে গেছে এখনো। তাই বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে বুধবার দিনগত রাতেও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এদিন, কুয়াশাচ্ছন্ন ভোরের দেখা পাবেন নগরবাসী। ঢাকায় তাপমাত্রা হবে সর্বোচ্চ ৩০ ডিগ্রি সেলসিয়াস। কখনো কখনো তা ৩৫ ডিগ্রি সেলসিয়াসে অনুভূত হতে পারে। এছাড়া, সূর্যের আলোতে থাকবে অতিমাত্রায় বেগুনি রশ্মির উপস্থিতি। তাহলে বুঝতেই পারছেন, গরম পড়বে ভালোই। তবে রাতে তাপমাত্রা কমে আসবে ১৮ ডিগ্রি সেলসিয়াসে। ঘণ্টায় ৬ কিলোমিটার বেগে দিন ও রাতে বইবে বাতাস।

বিজ্ঞাপন

ঢাকার আকাশে বৃহস্পতিবার সূর্যোদয় হবে ৬ টা বেজে ১৬ মিনিটে এবং সূর্য অস্ত যাবে ৬টা বেজে ৪ মিনিটে।

সুতরাং, আংশিক মেঘ আর উজ্জল আলোয় কাটিয়ে দিন সপ্তাহের শেষ কর্মব্যস্ত দিনটি।

সারাবাংলা/এনএইচ

আবহাওয়া বার্তা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর