Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্নিগ্ধ সকাল, সতেজ মন


৮ মার্চ ২০১৯ ০৬:০২ | আপডেট: ৮ মার্চ ২০১৯ ০৮:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। নাদিম হোসেন, নিউজরুম এডিটর ।।

আজ হেঁয়ালি মন-মেজাজের দিন। আরাম-আয়েশে সময় কাটানোর দিন। শুক্রবার (৮ মার্চ) সাপ্তাহিক ছুটির এই দিনে মেঘ-রোদ্দুরে বিশেষ কিছু নেই। ঢাকায় গতকালের মতোই আজ বজায় থাকবে আবহাওয়া। সকালটা শুরু হবে আকাশে উচ্ছল রোদের খেলা  আর স্নিগ্ধতায়।

এমন কোমল দিনেই সারাবিশ্বের মতো আমাদের দেশেও উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। তাদের জন্যই বুঝি প্রকৃতির এমন উপহার। সারাবাংলার পক্ষ থেকেও সব নারীদের জানাই শুভেচ্ছা— শক্তি আর সক্ষমতায় সব প্রতিবন্ধকতা জয় হোক।

এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আগের চাইতে একটু বেশি অর্থাৎ ৩১ ডিগ্রি সেলসিয়াস। সূর্যের আলোতে থাকবে অতিবেগুনি রশ্মির অস্তিত্ব। বাতাস বইবে উত্তর-পশ্চিমে ঘণ্টায় ৯ কিলোমিটার বেগে। অপরদিকে, রাতে তাপমাত্রা নেমে যাবে ১৭ ডিগ্রি সেলসিয়াসে। বৃষ্টি-বাদলার সম্ভাবনা নেই বললেই চলে।

বিজ্ঞাপন

তবে চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এছাড়া, ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৬টা বেজে ১৫ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৬টা ৪ মিনিটে।

ভালো কাটুক আপনার ছুটির দিনটি। বিকেলে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে বের হওয়ার মতো উপযুক্ত আবহাওয়া-ই থাকছে আজকে। তাই মনের জানালায় রিফ্রেশ বাটন চাপতে ভুলবেন না।

সারাবাংলা/এনএইচ

আবহাওয়া বার্তা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর