Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুষ্ক দিন, উষ্ণ দিন


৯ মার্চ ২০১৯ ০২:৪৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। সারাবাংলা ডেস্ক ।।

ঢাকা: ফাল্গুনের শেষ সপ্তাহেই আগমনী বার্তা দিচ্ছে চৈত্র। ভ্যাপসা গরমের দিন এলো বলে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপের প্রভাবে দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও, দিনের তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে- এমনটিই বলছেন আবহাওয়াবিদরা।

রাডারের তথ্য অনুযায়ী, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আর এর প্রভাবেই শনিবার (৯ মার্চ) দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, সীতাকুণ্ডে ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাটে, ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। শনিবার দিনে উষ্ণ বাতাস অনুভূত হলেও রাতের তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

এদিন চট্টগ্রাম বিভাগের চারটি জায়গায় বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। সীতাকুণ্ডে ১, রাঙ্গামাটিতে ২, চাঁদপুরে ১ ও মাইজদীকোর্টে ১ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর।

সারাবাংলা/এটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর