Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোদ-ছায়ার লুকোচুরি খেলা


১২ মার্চ ২০১৯ ০১:২২

।। সিরাজুম মুনিরা, সিনিয়র নিউজরুম এডিটর ।।

সেই কবে থেকে বজ্রবৃষ্টির শঙ্কার মধ্যে দিন কাটছে। আকাশ থাকছে মেঘলা। গুঁড়িগুঁড়ি, টিপটিপ বা ঝিরঝির বৃষ্টিরও দেখা মিলছে। অন্যদিকে ফাল্গুনের শেষ, ফলে চৈত্রের কাছে যাচ্ছে প্রকৃতি। এমন সময় ভ্যাপসা গরম লাগবে না, তা কি হয়?

গত কয়েকদিন ধরেই রাতে বৃষ্টি হচ্ছে নয়তো তাপমাত্রা কমে যাচ্ছে। দিনের বেলা গরমও লাগছে আবার বৃষ্টির শঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

প্রকৃতির এই আজব খেয়াল কতদিন চলে সেটাই এখন দেখার বিষয়।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, পশ্চিমা লঘংচাপের বাড়তি একটা অংশ প্রতিবেশি দেশ ভারতের পশ্চিমবঙ্গ আর তার আশপাশের এলাকায় রয়েছে, আমাদের দক্ষিণ বঙ্গোপসাগরে আবার রয়েছে এই মৌসুমের স্বাভাবিক লঘুচাপ।

তো এরাই কুমিল্লা, নোয়াখালরি কিছু অংশ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দুই এক জায়গায় দমকা হাওয়া বা বজ্রসহ বৃষ্টির শঙ্কা তৈরি করে রেখেছে। অবশ্য দেশের বেশিরভাগ এলাকার আবহাওয়া থাকবে মূলত শুষ্ক। কোথাও কোথাও আকাশে মেঘও দেখা যেতে পারে।

মঙ্গলবার (১২ মার্চ) রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। সেটা শরীরে অনুভূত হবে ৩৯ ডিগ্রি। আর রাতের তাপমাত্রা দাঁড়াবে ২১ ডিগ্রিতে, আকাশ থাকবে পরিস্কার।

রোদ উঠুক বা মেঘলা থাকুক মন, দিনটা যেন ভালো কাটে সেই প্রত্যাশাই করি।

সারাবাংলা/এসএমএন

বজ্রবৃষ্টি

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর