Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দলবদ্ধ মুরগির আক্রমণে শিয়ালের মৃত্যু


১৪ মার্চ ২০১৯ ১৪:৪০ | আপডেট: ১৪ মার্চ ২০১৯ ১৪:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। বিচিত্রা ডেস্ক ।।

পপগুরু আজম খান তার গানে বলেছেন, সময় এখন বর্ষাকাল, হরিণ খামচায় বাঘের গাল! কলিকালের চরম এ বৈপরীত্যই ঘটেছে যেন ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে । সাধারণত  মুরগিকে আক্রমণ করা শিয়ালের স্বভাব হলেও এবার মুরগির আক্রমণে মারা গেল শিয়াল।

সংবাদমাধ্যম বিবিসির খবরে জানা যায়, খাবারের খোঁজে একটি মুরগির খামারে ঢুকে পড়েছিল শিয়াল। ঐ খামারটিতে প্রায় তিন হাজার মুরগি ছিল। শেয়ালটি খামারের ভেতর ঢুকলে স্বয়ংক্রিয় দরজা বন্ধ হয়ে যায়। ভীত মুরগিরা তাদের ধারলো ঠোঁট দিয়ে শিয়ালটিকে আঘাত করে। সকালে এক কোণায় শিয়ালটির মৃতদেহ খুঁজে পাওয়া যায়। শিয়ালটির বয়স ৫-৬ মাস হবে।

বিজ্ঞাপন

স্থানীয় সংবাদপত্রের মুখপাত্র ড্যানিয়েল বলেন, মুরগিরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল। একসঙ্গে হলে ওরা মারাত্মক কিছু করে ফেলতে পারে!

সারাবাংলা/এনএইচ

অস্বাভাবিক ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর