Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝড়-বাদলের দিন আজ


১৮ মার্চ ২০১৯ ০২:৪২

ছবি তুলেছেন ফেরদৌসী আবেদীন

।। সারাবাংলা ডেস্ক।।

ঢাকা: চৈত্রের উষ্ণ দিন, শুষ্ক দিনের পর আজ কিছুটা শীতল থাকবে আবহাওয়া। তবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে থাকবে ঝড়-বৃষ্টি।

উপগ্রহের পাঠানো তথ্য বলছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ এখনো পশ্চিমবঙ্গ এবং এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে।

সোমবার (১৮ মার্চ) ঢাকা, রাজশাহী, বরিশাল ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রামের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। হতে পারে বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি।

দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। দিনের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে, তবে রাতের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

রোববার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় টেকনাফ উপজেলায়, ৩৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়, ১৪ ডিগ্রি সেলসিয়াস।

সারাবাংলা/এটি/টিএস

ঝড় বৃষ্টি মেঘ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর