Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খানিক মেঘলা আকাশ আর শুষ্ক আবহাওয়ার দিন


২৫ মার্চ ২০১৯ ০২:০৬ | আপডেট: ২৫ মার্চ ২০১৯ ০৫:৪৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজ চৈত্র মাসের ১১ তারিখ। ধীরে ধীরে এগিয়ে আসছে বসন্তের সমাপ্তি। গাছে গাছে এখন নতুন ফুল আর কচি পাতার বিচরণ। একইসাথে বাড়ছে গ্রীষ্মের  আগমনি বার্তা নিয়ে আসা উত্তাপ ও বৈশাখি বাতাসের উপস্থিতি। সূর্যের বাড়তে থাকা তেজে যারা ইতোমধ্যেই অতিষ্ট, তাদের জন্য আজকের দিন কিছুটা দুঃসংবাদই বয়ে আনবে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সারাদেশের গড় তাপমাত্রা বাড়তে পারে সামান্য। তবে কোথাও ঝড়ে যেতে পারে এক পশলা বৃষ্টিও।

উপগ্রহের পাঠানো তথ্য বলছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ এখনো পশ্চিমবঙ্গ এবং এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুসারে, আজ সোমবার (২৫ মার্চ) দেশের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পটুয়াখালী, রাঙ্গামাটি ও ভোলায়- ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, রাজধানীর তাপমাত্রা উঠে যেতে পারে ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস।

অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে কুমিল্লা ও সিলেটের কোথাও হতে পারে বৃষ্টি ও বজ্রবৃষ্টি।

সারাবাংলা/আরএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর