Saturday 13 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তদন্তে নির্ধারিত হবে ‘নোলক’ ছবির ভাগ্য


২৭ মার্চ ২০১৯ ১৭:২৭ | আপডেট: ২৭ মার্চ ২০১৯ ১৮:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নোলক’ ছবির একটি দৃশ্যে শাকিব খান ও ববি। ছবি: আশীষ সেনগুপ্ত

পরিচালকের মর্যাদা পেতে লড়াই করে যাচ্ছেন রাশেদ রাহা। পরিচালক ও প্রযোজক সমিতিতে বিষয়টির সমাধান চেয়ে অভিযোগপত্র দিয়েছিলেন তিনি। কিন্তু সংগঠন দুটি চলমান সমস্যার সমাধান করতে পারেনি।

সিনেমা নিয়ে দ্বন্দ্বের জেরে পরিচালক রাশেদ রাহা ও প্রযোজক সাকিব সনেট তেজগাঁও শিল্পাঞ্চল থানায় পাল্টাপাল্টি অভিযোগে সাধারণ ডায়েরি করেন।ফলে সিনেমাটির ভাগ্য নির্ধারন আদালত পর্যন্ত গড়ায়। গেলো ২৫ মার্চ ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে পরিচালক ও প্রযোজককে হাজির হতে বলা হয়েছিল।


আরও পড়ুন :  মারদানি লুকে রানী মুখার্জী


পরিচালক রাশেদ রাহা ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির হয়েছিলেন। সে সময় আদালত বিষয়টি তদন্তের নির্দেশ দেন। এ প্রসঙ্গে রাশেদ রাহা সারাবাংলাকে বলেন, ‘এই যে তদন্তের নির্দেশ দেয়া হলো, এতে করে সিনেমাটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে হাঁটছে। আমি চেয়েছিলাম যেনো, ছবিটি মুক্তি পায় ঠিক সময়ে। কিন্তু সেটা হয়ত আপাতত সম্ভব হচ্ছে না। আমি বারবার বলেছি, দ্বন্দ্বের অবসান ঘটাতে। বারবার চেষ্টা করেও পারিনি।’

বিজ্ঞাপন

রাশেদ রাহা আরও বলেন, ‘পরিচালক ও প্রযোজক সমিতি গঠনতন্ত্র অনুসারে আমার পক্ষে কথা বলেছে। কিন্তু ছবির প্রযোজক গায়ের জোর খাটাচ্ছেন। এটা ঠিক নয়। এখন তদন্ত হবে। তদন্ত সময়সাপেক্ষ বিষয়। কবে নাগাদ তদন্ত শেষ হবে সেটাও নির্দিষ্ট নয়! প্রযোজক যদি চাইতেন অনেক আগেই মিমাংসা করে ছবিটি মুক্তি দেয়া যেতো।’

পরিচালকের মর্যাদা ফিরে পেতে সব ধরনের চেষ্টা করে যাবেন বলে জানান রাশেদ রাহা। তার ভাষ্যমতে, ‘আমি আমার সন্তানকে ফিরে পেতে চাই। এটাই শেষ কথা। আমি বিশ্বাস করি ন্যায় বিচার পাবো।’

শাকিব খান ও ববি জুটি বেঁধেছিলেন ‘নোলক’ ছবিতে। এছাড়া অভিনয় করেছেন মৌসুমী, ওমর সানিসহ আরও অনেকে। ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে ছবির কিছু পোস্টার। যা প্রশংসিতও হয়েছে। সেকারণে দর্শক অপেক্ষা করে আছে ছবিটি দেখার জন্য। তবে ছবিটিকে ঘিরে যেভাবে জটিলতা বাড়ছে, তাতে খুব সহসাই যে ‘নোলক’দেখা যাবে না তা পরিষ্কার।

সারাবাংলা/আরএসও/পিএম


আরও পড়ুন :

.   ‘গ্রামের নাম সুবর্ণপুর’

.   দীর্ঘ বিরতির পর আবারও মুক্তি পাচ্ছে যৌথ প্রযোজনার ছবি

.   অবশেষে আলোর মুখ দেখার পথে ‘নতুন মুখের সন্ধানে’

.   ফেলুদার হলিউড যাত্রা


বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর