Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাঝ চৈত্রে বৃষ্টি-গরমে একাকার দিন


৩১ মার্চ ২০১৯ ০২:২৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমরা আছি চৈত্রের একেবারে মাঝামাঝিতে। এই কড়া রোদ, ভ্যাপসা গরম তো এই কোথাও ঝুপ করে নামছে বৃষ্টি। কখনও আকাশ মেঘে ঢাকছে তো কখনো কড়কড়ে রোদে শরীর পুড়ে যাচ্ছে।

তো প্রকৃতির এমন খেয়াল খুশির পালা আরো কিছুদিন চলবে। মাঝে বৃষ্টির সম্ভাবনা কমে গেলেও আবহাওয়া অধিদফতর আবার সেই সম্ভাবনা ফিরিয়ে এনেছে।

সবশেষ পূর্বাভাবে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এই বৃষ্টির সঙ্গে থাকতে পারে বজ্র আর শিলাও। ফলে সাবধান কিন্তু থাকতেই হচ্ছে।

কেননা বৃষ্টি বেশ রোমান্টিক হলেও, বজ্র বা শিলা কিন্তু কারো বন্ধু নয়।

বিজ্ঞাপন

এবার জেনে নিই এমন আবহাওয়ার কারণ। এর কারণটা হলো পশ্চিমা লঘুচাপের বর্ধিত একটি অংশ রয়েছে আমাদের প্রতিবেশী ভারতের পশ্চিমবঙ্গের কাছে এবং পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশের কাছে। আর দক্ষিণ বঙ্গোপসাগরে তো মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি রয়েছেই।

এমন আবহাওয়ায় আমি সবসময় পরামর্শ দিই কিছুটা পাতলা, সুতির পোশাক পরতে। যাতে গরমেও আরাম হয় আবার বৃষ্টিতে ভিজে গেলে দ্রুত শুকিয়েও যায়। সেইসঙ্গে প্রচুর পানি পান করতে হবে, যেন শরীরে পানিশূন্যতা দেখা না দেয়। এই মৌসুমে বেশ রসালো ফল উঠেছে বাজারে, সেগুলোও রাখতে পারেন খাবার তালিকায়।

উপগ্রহ থেকে পাওয়া তথ্য বলছে, রোববার (৩১ মার্চ) ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বেশ গরম থাকবে বলেও তথ্য দিচ্ছে উপগ্রহ। সকালে আকাশ থাকবে মেঘে ঢাকা আর দুপুরের দিকে হবে সামান্য বৃষ্টি।

মার্চের শেষ দিন সবার শুভ কাটুক।

সারাবাংলা/এসএমএন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর