Friday 16 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছুটির দিনে হতে পারে রোদ-বৃষ্টির সন্ধি


৫ এপ্রিল ২০১৯ ০১:১৬ | আপডেট: ৫ এপ্রিল ২০১৯ ২৩:০৩

অতিরিক্ত গরম বা বর্ষণ নাগরিক জীবনে দুটোই বেশ উপদ্রবের কারণ। তবে খুশির খবর হচ্ছে, আজ এসব থেকে আপনি পাচ্ছেন মুক্তি। একদম ‘পারফেক্ট একটা হলিডে’ অপেক্ষা করছে আপনার জন্য।

আবহাওয়া অফিস জানাচ্ছে, শুক্রবার (৫ এপ্রিল) ঢাকায় বৃষ্টিপাত হবে ৪ মিলিমিটার। এছাড়া, সারাদিন মিলিয়ে বৃষ্টিপাতের স্থায়িত্ব হবে মাত্র এক ঘণ্টা। মধ্যরাত ও সন্ধেবেলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। বজ্রপাতের সম্ভাবনাও আছে। তাই থাকবেন সাবধানে। দিনের তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। রাতে তা কমে যাবে ২৪ ডিগ্রি সেলসিয়াসে।

বিজ্ঞাপন

প্রকৃতির এই সাম্যাবস্থায় ছুটির দিনটাতে আপনার পরিকল্পনায় থাকতে পারে যেকোনো কিছুই। খিচুড়ি পাকিয়ে বন্ধুদের সঙ্গে ঘরোয়া আড্ডা, সিনেমা হলে ঢু মারা অথবা ঘুমিয়ে ঘুমিয়ে অলস দিন কাটানো। পুরোটাই হতে পারে আপনার ইচ্ছামাফিক।

এদিন সূর্যের ঘুম ভাঙ্গবে ভোর ৫টা বেজে ৪৮ মিনিটে আর সূর্য বাড়ি ফিরবে সন্ধ্যে ৬টা বেজে ১৫ মিনিটে। নির্ঝঞ্ঝাট এবং একেবারেই ঝামেলামুক্তি শুক্রবার কাটুক আপনার জন্য। শুভকামনা।

সারাবাংলা/এনএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর