উদাস দুপুর কখন গেছে, এখন বিকেল যায়
৬ এপ্রিল ২০১৯ ০৪:২০
গত কিছুদিনে আবহাওয়ার মতিগতি বুঝা বড় দায় হয়ে গেছে। রোদ-বৃষ্টি-মেঘ কিছুতেই যেন প্রকৃতি থিতু হতে চাচ্ছে না। এই অনিশ্চয়তার ভাবটা বজায় রইবে সপ্তাহের প্রথম কর্মদিবসেও। এদিন আকাশে ঘুরঘুর করবে অস্থায়ী মেঘ। কখনো কখনো ফিকে হাসি হাসবে সূর্য। তাদের লুকোচুরি দেখতে দেখতেই কেটে যাবে উদাস দুপুর, শান্ত বিকেল।
শনিবার (০৬ এপ্রিল) নগরে দেখা মিলতে পারে এক পশলা বৃষ্টির। নামে মাত্র কয়েক মিলিমিটার বৃষ্টি হতে পারে দিনে। তবে রাতের ২৪ মিলিমিটার বৃষ্টির স্থায়িত্ব হতে পারে সব মিলিয়ে ঘণ্টাখানেক। সম্ভাবনা রয়েছে বজ্রপাতের।
এছাড়া, দিনের তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। রাতে কমে হবে ২২ ডিগ্রি সেলসিয়াস। বাতাস বইবে ঘণ্টায় ১৩ কিলোমিটার বেগে। সূর্যের আলোতে থাকবে অতি বেগুনি রশ্মির প্রভাব।
আজ সূর্যের ঘুম ভাঙ্গবে ভোর ৫টা বেজে ৪৫ মিনিটে আর সূর্য বাড়ি ফিরবে সন্ধ্যে ৬টা বেজে ১৬ মিনিটে।
সারাবাংলা/এনএইচ