দুই-তিন দিন পর কমবে ঝড়ো হাওয়া ও বৃষ্টির ভাব
৭ এপ্রিল ২০১৯ ০৫:৪০
হঠাৎ ঝড়ো হাওয়া, বজ্রপাত ও শিলা বৃষ্টির প্রবণতা দুই-তিন দিন পর কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়াবিদ ড. মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, চলতি সপ্তাহের মাঝামাঝি ১০ এপ্রিলের দিকে দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা হ্রাস পাবে।
তিনি বলেন, সাধারণত এপ্রিল-মে মাস এই সময়ে প্রকৃতি বৈরি ও উত্তপ্ত থাকে। কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির সম্ভবনা থাকে। এ কারণে সকাল এবং বিকেলের দিকে বৃষ্টিপাত নিয়মিত ঘটনা হয়ে দাঁড়ায়। ফলে আবহাওয়ার পরিস্থিতিতে বজ্র-মেঘমালা দমকা হাওয়ায় পরিণত হয়ে বৃষ্টিপাতের সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। দুই-তিন দিন পর এই ভাবটা কমবে।
এছাড়া, গতকালের চেয়ে রোববার (৭ এপ্রিল) আবহাওয়ার পরিবর্তন খুব কমই হবে। বিকেল ও সন্ধ্যায় ৪ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকায়। সারাদিনে তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস রাতে তা নেমে যাবে ২২ ডিগ্রিতে।
এদিন ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৫ মিনিটে ও সূর্য অস্ত যাবে ৬টা ১৬ মিনিটে।
সারাবাংলা/এনএইচ