পথিক, তোমার কিসের এত তাড়া?
১১ এপ্রিল ২০১৯ ০১:১৬
সপ্তাহের শেষ কর্মদিবস আজ। কোনোমতে নাগরিক কর্মব্যস্ততা পার করতে চাইবেন অনেকেই। তাই বলে অযথা তাড়াহুড়ো করা চলবে না। সড়ক বা কর্মস্থলে থাকুন সবসময়ে নিরাপদে।
বাংলাদেশের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঢাকার আবহাওয়া থাকবে কিছুটা অপরিবর্তিত। তবে দেশের বিভিন্ন জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাবে। হবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা হবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। রাতে তাপমাত্রা নেমে যাবে ২৫ ডিগ্রি সেলসিয়াসে। দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে রাতে ২ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাস বইবে ঘণ্টায় ১৫ কিলোমিটার বেগে।
বৃহস্পতিবার ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫টা ৪২ মিনিটে এবং সূর্য অস্ত যাবে ৬টা ১৮ মিনিটে।
সারাবাংলা/এনএইচ