Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাবা হতো হারিয়েছে এই হাওয়াই ফুল… (ভিডিও)


২৭ এপ্রিল ২০১৯ ১৩:০১ | আপডেট: ২৭ এপ্রিল ২০১৯ ২৩:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছবিতে বিলুপ্তপ্রায় হাওয়াই ফুল

যুক্তরাষ্ট্রের হাওয়াই-এ ড্রোন উড়িয়ে দেখা মিলল এক বিরল প্রজাতির ফুলের। কাকালু ভ্যালিতে এই হাওয়াই ফুলটিকে ক্যামেরাবন্দি করা হয়। সর্বশেষ, ২০০৯ সালে হিবিস্কেডেলপাস ওডি প্রজাতিভুক্ত এই ফুলটি দেখা গিয়েছিল।

ন্যাশনাল ট্রপিকাল বোটানিকাল গার্ডেন (এনটিবিজি) এসব তথ্য দিয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

বিলুপ্তির আশঙ্কা করা হলেও হাওয়াই ফুলটি পুনরায় দেখা যাওয়ায় ‘আশা জেগেছে’ উদ্ভিদবিজ্ঞানীদের মনে। দুর্গম সেই পাহাড়ি অঞ্চলে আরও এই প্রজাতির ফুলের অস্তিত্ব থাকতে পারে বলে আশা করছেন তারা।

এ বিষয়ে বিশেষজ্ঞ বেন নেউবার্গ জানান, অনাবিষ্কৃত সেইস্থানে রত্ন ভাণ্ডার খুঁজে পেয়েছে ড্রোন। হয়তো আমাদের আরও বেশি কিছু জানার সুযোগ রয়েছে।

বিজ্ঞাপন

বাহারি এই হাওয়াই ফুলের খ্যাতি এর উজ্জ্বল হলদে বর্ণের জন্য। সময়ের সাথে যেটির রঙ বদলায়, বেগুনি অথবা তামাটে হয়ে যায়।

সারাবাংলা/এনএইচ

বিলুপ্তপ্রায় হাওয়াই ফুল