ভুল বানানে অস্ট্রেলিয়ার ৪ কোটি ৬০ লাখ ব্যাংক নোট!
৯ মে ২০১৯ ১৪:০৮
লজ্জায় অস্ট্রেলীয় সরকারের নাক কাটা যায় অবস্থা। গত বছরের অক্টোবরে দেশটির রিজার্ভ ব্যাংক বাজারে এনেছিল বেশ সুন্দর দেখতে অস্ট্রেলীয় ৫০ ডলারের একটি ব্যাংক নোট। ব্যাপক জনপ্রিয়তা পাওয়া ওই নোটটিতে বেশ বড় ধরনের একটি ভুল ধরা পড়েছে। ছোট করে লেখা একটি বক্তব্যে responsibility বানান ভুল করে responsibilty লেখা হয়েছে। প্রায় ৪ কোটি ৬০ লাখ ব্যাংক নোটে এই ভুল বানান বা ‘টাইপো’ ছড়িয়েছে। যার আনুমানিক অর্থমূল্য ২.৩ বিলিয়ন অস্ট্রেলীয় ডলার। খবর দ্য গার্ডিয়ানের।
গত বছরের অক্টোবরে ব্যাংক নোটটি বাজারে আসে। নোটটির একপাশে লেখক ও আবিষ্কারক ডেভিড ইউনিপন ও অপর-পাশে অস্ট্রেলিয়ার প্রথম নারী পার্লামেন্ট মেম্বার এডিথ কাউম্যানের ছবি জুড়ে দেওয়া হয়েছে। বানান ভুল হয়েছে এডিথ কাউম্যানের একটি উদ্ধৃতি উল্লেখ করতে গিয়ে। যা তিনি পার্লামেন্টে বলেছিলেন,
“It is a great responsibilty [sic] to be the only woman here, and I want to emphasise the necessity which exists for other women being here,”
এভাবে লেখা হয়েছে ব্যাংক নোটটিতে। যদিও পরবর্তী সংস্করণে এই ভুল সংশোধন করা হবে বলে জানিয়েছে অস্ট্রেলীয় কর্তৃপক্ষ।
সারাবংলা/এনএইচ