Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাটিচাপা দেওয়া নবজাতককে জীবিত উদ্ধার করেছে কুকুর!


১৮ মে ২০১৯ ১২:৫৫ | আপডেট: ১৮ মে ২০১৯ ১২:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

থাইল্যান্ডে মাটিচাপা দেওয়া এক নবজাতককে উদ্ধার করেছে পালিত কুকুর। ওই শিশুটির ১৫ বছরের কিশোরী মা তাকে জীবন্ত অবস্থায় মাটিচাপা দিয়েছিলেন। কিন্তু কুকুরটি মাটি খুঁড়ে নবজাতককে উদ্ধার করে এবং শিশুটি বেঁচে যায়।

শুক্রবার (১৭ মে) সংবাদমাধ্যম বিবিসি জানায়, থাইল্যান্ডের বান নং খাম গ্রামে এই ঘটনাটি ঘটেছে। মা তার সন্তান হওয়ার বিষয়টি সবার কাছে গোপন করতেই এই কাণ্ড ঘটিয়েছিলেন।

যেখানে নবজাতককে মাটিচাপা দেওয়া হয়েছিল, সেখানে গ্রামের স্থানীয় উশা নিশাইখার পালিত পিংপং নামের কুকুরটি কিছু একটা টের পেয়ে ঘোরাঘুরি করে। কুকুরটি ক্রমাগত ঘেউঘেউ শব্দ করতে থাকে ও পা দিয়ে  মাটি খুঁড়ে মালিকের দৃষ্টি আকর্ষণ করে। এরপরই কুকুরের মালিকটি খেয়াল করেন, মাটি ফুঁড়ে শিশুর একটি ছোট পা বের হয়ে আছে।’

বিজ্ঞাপন

এরপরেই স্থানীয় লোকজন শিশুটিকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে বাঁচিয়ে তুলতে সক্ষম হন।শিশুটি এখন সুস্থ রয়েছে বলেও জানান তাঁরা।

থাইল্যান্ডের স্থানীয় পত্রিকা খাওসদকে কুকুরের মালিক উশা নিশাইখার জানান, ‘পিংপং খুবই অনুগত ও বুদ্ধিমান একটি কুকুর। দুর্ঘটনায় বেশ কিছুদিন আগে তার একটি পা অকেজো হয়ে গেছে। এরপরও আমি যখন গবাদি পশু চড়াতে যাই, পিংপং আমার সঙ্গে থেকে আমাকে সাহায্য করে। গ্রামের সবাইকে পিংপং খুব ভালোবাসে।’

শিশুটির মায়ের বিরুদ্ধে সন্তানকে হত্যাচেষ্টার অভিযোগ ও সন্তান পরিত্যাক্তর অভিযোগ আনা হয়েছে।

চাম ফুয়াং পুলিশ স্টেশনের কর্মকর্তা পানুওয়াত পুত্তাকাম ব্যাংকক পোস্টকে বলেন, ‘নবজাতকের মা তা কাজের জন্য অনুতপ্ত হয়েছেন। তাকে মা-বাবা এবং একজন মনোরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে রাখা হয়েছে। নবজাতকের নানা-নানি শিশুটির দায়িত্ব নেবেন বলেও জানিয়েছেন।’

সারাবাংলা/ওএম/এনএইচ

কুকুরের উদ্ধার থাইল্যান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর