এবার বাজারে আসছে উত্তর কোরীয় হুইস্কি
২৮ মে ২০১৯ ১৪:১২
নিজস্ব পদ্ধতিতে হুইস্কি প্রস্তুত করেছে উত্তর কোরিয়া। এ বছরের শেষের দিকে পণ্যটি বাজারজাত করার পরিকল্পনা করেছে সেদেশের কর্তৃপক্ষ। এর আগে অন্যান্য অ্যালকোহল পানীয় প্রস্তুত করলেও এবারই প্রথম হুইস্কি উৎপাদনের উদ্যোগ নিল দেশটি। খবর বিবিসির।
এই সংবাদ জানিয়েছে বেইজিং ভিত্তিক ‘ইয়ং পাইয়োনিওর ট্যুর টুরিজম কোম্পানি’ কোম্পানি। এ বিষয়ে সহযোগিতা করতে কোম্পানির প্রতিনিধিরা উত্তর কোরিয়া ভ্রমণ করেছেন।
পাইয়োনিওর জানায়, এন্ট্রি ব্ল্যাক লেভের থেকে রেড লেভেল সব ধরনের হুইস্কির উৎপাদন করা হবে। হুইস্কিতে থাকবে ১৫ ধরনের অ্যামাইনো এসিড। এরমধ্যে ৮ ধরনের অত্যাবশ্যকীয় উপাদান লিভারে ক্ষতি হতে রক্ষা করবে।
অ্যালকোহলের বাজারজাত করতে গিয়ে স্বাস্থ্য-সুরক্ষা প্রচার এবারই উত্তর কোরিয়ার জন্য প্রথম নয়। উত্তর কোরিয়ার তায়েংডংগ্যাং ব্রেওয়ারি এর আগে প্রচার করেছে, তাদের বিয়ার পানে স্বাস্থ্যের উন্নতি ঘটে ও দীর্ঘায়ু বাড়ে!
উত্তর কোরিয়ার হুইস্কি প্রস্তুতের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। রেড্ডিটে অনেক ব্যবহারকারী দেশটির নতুন হুইস্কি চেখে দেখার আগ্রহ দেখিয়েছেন। কেউ কেউ প্রশংসা করেছেন বোতল ডিজাইনের।
সারাবাংলা/ এনএইচ