বাজছে সূর্যের দামামা
১৯ জুন ২০১৯ ১১:১২
সকালে চোখ খুলতেই আমার প্রথম যে কথাটা মনে হয়েছে সেটা হলো, এ কেমন কটকটে রোদের সকাল রে বাবা!
প্রথমে ভেবেছিলাম, ঘুম ভাঙতে বুঝি দেরি হয়ে গেছে, কিন্তু ঘড়ি সেটা বলছিলো না। ফলে বুঝেই নিলাম যে, দিনটা আজ রোদে-গরমে কাটবে।
উপগ্রহও মোটামুটি সেই তথ্যই দিচ্ছে। ঢাকার আকাশে সারাদিনই বাজবে সূর্যের দামামা, তবে মাঝে মাঝে মেঘও লুকোচুরি করতে পারে। সেইসঙ্গে প্রচণ্ড গরম লাগবে, ঘাম হবে। তবে আশার কথা হলো, রাতে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সেটা একেবারেই সামান্য।
রাজধানীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস, যেটা শরীরে মনে হবে ৪৪ ডিগ্রি। আর রাতে বজ্রপাত হবে, কমবে তাপমাত্রাও। সেসময় আকাশে মেঘও থাকবে।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোনো কোনো স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
যেহেতু রোদ-বৃষ্টি বা গরম কোনো কিছুর জন্যই দিনের কাজ বন্ধ রাখা যায় না, সেহেতু এসবের কথা মাথায় রেখেই আমরা বাড়ি থেকে বের হবো। আমাদের চেষ্টা থাকবে নিরাপদে সুস্থ শরীরে দিনটা পার করা। এইটুকুই তো চাই, তাই না?
সবাই সুস্থ থাকুন।
সারাবাংলা/এসএমএন