Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মালয়েশিয়ার বিমানবন্দরে ৫ হাজার কচ্ছপ জব্দ


২৭ জুন ২০১৯ ১৪:৫৯

প্রায় ৫ হাজার কচ্ছপের বাচ্চা জব্দ করা হয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দর থেকে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই ভারতীয়কে।

কর্তৃপক্ষ জানায়, উদ্ধার করা লাল-কান কচ্ছপগুলোর আনুমানিক মূল্য ১২ হাজার ৭ শ মার্কিন ডলার। এগুলো ভারতে পাচারের চেষ্টা করা হচ্ছিল।

বন্যপ্রাণী পাচারের ক্ষেত্রে পাচারকারীরা মালয়েশিয়াকে রুট হিসেবে ব্যবহার করে। মালয়েশিয়ার কাস্টমস কর্মকর্তা ইউসুফ বুধবার (২৬ জুন) সংবাদ সম্মেলনে বলেন, এধরনের চালান আটকের ঘটনা এবছরে এটাই প্রথম। বড় দুটি সুটকেসে ওই কচ্ছপের বাচ্চাগুলো পাওয়া যায়।

দ্য ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেটিভ অব নেচার জানায়, বিশ্বে পাচার হওয়া প্রাণীগুলোর মধ্যে লাল-কান কচ্ছপ অন্যতম। জব্দ হওয়া কচ্ছপগুলোর যত্ন নিবে মালয়েশিয়ার বন্যপ্রাণী নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।

সারাবাংলা/এনএইচ

কচ্ছপ জব্দ কুয়ালালামপুর বিমানবন্দর মালয়েশিয়া

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর