Wednesday 07 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রে ১৩ শ কোটি ডলারের কোকেন জব্দ


২৭ জুন ২০১৯ ১৬:৪৫

মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া রাজ্যের ফিলাডেলফিয়া বন্দর থেকে কনটেইনার ভর্তি রেকর্ড পরিমাণ ২০ টন কোকেনের চালান জব্দ করা হয়েছে। মার্কিন শুল্ক ও সীমান্ত নিরাপত্তা সংস্থার (সিবিপি) বরাতে এ খবর জানিয়েছে সিএনএন। জব্দকৃত ২০ টন কোকেনের বাজার মূল্য প্রায় ১৩০০ কোটি মার্কিন ডলার। সিবিপির ২৩০ বছরের ইতিহাসে এই চালানটিই সবচেয়ে বড় বলে জানিয়েছে তারা।

গত সোমবার (২৪ জুন) লাইবেরিয়ার পণ্য পরিবহনকারী জাহাজ এমএসসি গায়ানা থেকে সাতটি কন্টেইনারে ভর্তি কোকেন খুঁজে পায় কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

ফেডারেল তদন্তকারীরা সিএনএনকে জানিয়েছে, জাহাজের দুইজন ক্রু এই কোকেনের চালান আনা নেওয়ার সাথে জড়িত বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিজস্ব আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

সারাবাংলা/এনএইচ

কোকেন জব্দ যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর