আকাশে ঘনালো মেঘ
২৯ জুন ২০১৯ ১২:০৫
ক্যালেন্ডারের হিসেবে আজ শনিবার। সরকারি ছুটির দিন। এইদিনে রাস্তায় কিছুটা চাপ কম থাকার কথা। কিন্তু কিসের কী!
ঢাকার পথে নামলে আজও আপনাকে যানজটের কবলে পরতে হবে। আর বাস, সিএনজিচালিত অটোরিকশা, রিকশা বা গাড়িতে বসে গরমে সেদ্ধ হতে হবে।
রাজধানীর আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস, তবে আকাশে মেঘ রয়েছে। গরমও শরীরে অনুভূত হচ্ছে ৪১ ডিগ্রির মতো। সন্ধ্যার আগে এই তাপমাত্রা কমার সম্ভাবনাও নেই।
আকাশের যে অবস্থা তাতে সে আপনাকে আশায় রেখে দেবে যে এই বুঝি বৃষ্টি হবে। তবে সেই আশা পূরণ হবে কি না তা কিন্তু বলা যাচ্ছে না।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বাংলাদেশের ওপর মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। এটি উত্তর বঙ্গোপসাগর এলাকায় দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
এর প্রভাবে দেশের ময়মনসিংহ, রংপুর, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা , রাজশাহী ও খুলনা বিভাগের কোথাও কোথাও দমকা হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও অবশ্য ভারি বৃষ্টিও হতে পারে।
যাদের এলাকায় বৃষ্টি হবে তাদেরকে অন্যরা ভাগ্যবান বলতেই পারেন। তবে বৃষ্টিতে ভিজে যেন শরীর খারাপ না করে সেদিকেও লক্ষ্য রাখতে হবে।
সবার দিন ভালো কাটুক।
সারাবাংলা/এসএমএন