১ ডলারে বিক্রি হচ্ছে বাড়ি!
৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:৩৯
আন্তর্জাতিক ডেস্ক
ইতালির সুন্দর গ্রামগুলোতে নিজের একটি বাড়ি কেনার কথা চিন্তা করেছেন কখনো? তাহলে আপনার জন্য অপেক্ষা করছে এমন একটি সুযোগ। তাও আবার মাত্র এক ডলারের বিনিময়ে।
ভূমধ্য সাগরের তীরে অললেই পাবর্ত্য অঞ্চলে বহু সংখ্যক পরিত্যক্ত বাড়ি বিক্রি হচ্ছে মাত্র এক ডলারের বিনিময়ে।
গত ৫০ বছরে ওই শহরের জনসংখ্যা অর্ধেকে কমে গেছে। ফলে শহরটি এখন লোকজনের অভাবে ভুতুড়ে প্রায়। সেখানকান জনসংখ্যা ২২ শ ৫০ থেকে কমে ১৩ শ তে এসে দাঁড়িয়েছে বর্তমানে।
এ ছাড়া সেখানে প্রতি বছর সেখানে হাতেগোনা কিছু সংখ্যক শিশু জন্ম নেয়। ফলে শহরটিকে পুনরুজ্জীবিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
এরই মধ্যে সেখানে বেশ কয়েকটি বাড়ি বিক্রিও হয়ে গেছে। ক্রেতাদের মধ্যে আছে অস্ট্রেলিয়া ও রাশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক।
ভিটো ক্যাসুলা নামের একজন অবসরপ্রাপ্ত নির্মাণকারী একটি দুই তলা বাড়ি কিনেছেন এক কাপ কফির চেয়েও কম দামে। বাড়িটির আগের নকশা ঠিক রেখেই পারিবেশ বান্ধব বিভিন্ন উপাদান দিয়ে সংস্কার করে বসবাস শুরু করেছেন।
ভিটো বলেন, ‘আমি অললেই থেকে কিছুটা দূরে থাকতাম। একদিন স্ত্রীকে নিয়ে সেখানে বেড়াতে গিয়ে সংবাদপত্রে বাড়ি বিক্রির নিউজটা দেখতে পেলাম। এর পর বাড়িটি কিনে ফেলি। বাড়িটি কিনতে পারা আমাদের জন্য বিরাট একটা সুযোগও বলতে পারেন।’
অললেই অঞ্চলের চমৎকার পরিবেশ, সুস্বাদু খাবার ও স্থানীয় বন্ধুসুলভ জনগণের কারণে জায়গাটি সত্যিই চমৎকার বলেও জানান তিনি।
সারাবাংলা/এমআই