Wednesday 16 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নজরকাড়া জেলিফিশ


১৭ জুলাই ২০১৯ ২৩:০৮ | আপডেট: ১৮ জুলাই ২০১৯ ১২:৩৫

মানুষের চেয়ে আকারে বড় এই জেলিফিশটির দেখা মিলেছে ব্রিটেনের কর্নোয়াল উপদ্বীপে। ক্যামেরাবন্দি করেছেন স্কুবা ডাইভার ড্যান অ্যাবোট ও লিজেই ডেলি। তারা সেখানে গিয়েছিলেন সমুদ্র বিষয়ক এক ডকুমেন্টারি বানাতে।এত বড় সাইজের ব্যারেল জেলিফিশ তাদের সামনে পড়বে তা তারা ভাবতেও পারেননি। খবর বিবিসির।

সামাজিক যোগাযোগমাধ্যমে জেলিফিশের ছবি ব্যাপক সাড়া ফেলেছে।

ঘটনার সাক্ষী লিজেই ডেলি পড়ছেন সোয়ানসা ইউনিভার্সিটিতে। তিনি বলেন, হঠাৎ করে এত বড় জেলিফিশটা তার চোখে পড়ায় তিনি বেশ অবাক হয়েছেন।

জেলিফিশ বেশ শান্ত আচরণ করেছে বলেও জানান তিনি।

অপরসঙ্গী ড্যান অ্যাবোট বলেন, পানির ৭-১০ মিটার গভীর থেকে জেলিফিশের ছবি তোলা তার জন্য কঠিন কিছু ছিল না।

জেলিফিশটা যেন বিরক্ত না হয় সে বিষয়ে সতর্ক ছিলেন বলে জানান অ্যাবোট।

সারাবাংলা/এনএইচ

জেলিফিশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর