Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লিঙ্গ বৈষম্যমূলক হওয়ায় ‘ম্যানহোল’ শব্দ বদলে ‘মেইনটেন্সেস হোল’


১৮ জুলাই ২০১৯ ২২:৫৩ | আপডেট: ১৯ জুলাই ২০১৯ ১৪:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুধু ‘ম্যানহোল’ নয় ক্যালিফোর্নিয়ার বার্কেলি শহরে আরও থাকবে না ‘চেয়ারম্যান’, ‘ম্যানপাওয়ার’, ‘পুলিশম্যান’ বা ‘পুলিশওম্যান’ নামে কোনো শব্দ। বৃহস্পতিবার (১৮ জুলাই) সিএনএনের খবরে বলা হয়েছে, যেসব শব্দ চয়নে লৈঙ্গিক বৈষম্য বুঝায় সেগুলো নিষিদ্ধ করেছে বার্কেলি সিটি কাউন্সিল।

তাই ওপরের শব্দগুলো বাতিল করে এখন থেকে ভিন্ন নামে ডাকা হবে। তাই যেমন ‘ম্যানহোলের’ পরিবর্তে ব্যবহার করা হবে ‘মেইনটেন্সেস হোল’ আর ‘ম্যানপাওয়ার’-এর পরিবর্তে ব্যবহার করা হবে ‘হিউম্যান অ্যাফোর্ট’। এছাড়া, নগরীর দলিল পত্রে সর্বনাম ব্যবহারের ক্ষেত্রেও অবলম্বন করা হবে সাবধানতা।

বার্কেলি সিটি কাউন্সিলের মেম্বার রিগাল রবিনসন বলেন, এটা কোনো বিতর্কিত সিদ্ধান্ত নয়। শব্দের রয়েছে সক্ষমতা। লৈঙ্গিক সমতা আনার ক্ষেত্রে এটা খুবই ছোট প্রচেষ্টা। কিন্তু এটা গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন

সিটি ম্যানেজার রবিনসন বলেন, নগরীর কাগজপত্রে পুরুষকেন্দ্রিক শব্দচয়ন বাস্তবতার প্রতিফলন ঘটায় না। আমাদের আইন সবার জন্য। নারীরা তাদের সঠিক উপস্থাপনা দাবি করেন।

সারাবাংলা/এনএইচ

ক্যালিফোর্নিয়া ম্যানহোল লিঙ্গ বৈষম্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর