মেঘ, গরম আর গুমোট আকাশের গল্প
১৯ জুলাই ২০১৯ ০৭:৪১
কয়েকদিন আগেই গেল সমুদ্রে সতর্ক সংকেত। আর এখন দেশের কোনো কোনো জায়গার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। সেইসঙ্গে গরমও পড়ছে প্রচুর।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বাংলাদেশের ওপর বিরাজ করছে মৌসুমী বায়ু। ফলে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। আবার দেশের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
অন্যদিকে রাজশাহী, পাবনা, দিনাজপুর, চুয়াডাঙ্গা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
অ্যাকুয়েদারের হিসাব অনুযায়ী, রাজধানীতে আজ সর্বোচ্চ ৩৩ ডিগ্রি থাকবে তাপমাত্রা। শরীরে সেটা বোধ হবে ৪০ ডিগ্রির মতো। রয়েছে বৃষ্টির সম্ভাবনাও। আকাশজোড়া মেঘ থাকবে। সকালে ঘুম থেকে উঠেই দেখতে হবে আকাশের গোমড়া মুখ।
প্রচণ্ড এই গরমে যদি বৃষ্টি নামেও সেটি কতটুকু স্বস্তির হবে সেটা বলা যাচ্ছে না। তাই বৃষ্টির আশা করে বসে না থাকাই ভালো।
সারাবাংলা/এসএমএন