Friday 29 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সন্তান জন্ম দিয়েই পরীক্ষার হলে কিশোরী মা!


২০ জুলাই ২০১৯ ২০:৪৪

বেশ কিছুদিন ধরে পেটে ব্যথা অনুভব করছিলেন ফাতোওমাতা কুরওমা (১৮)। এই গর্ভবতী কিশোরী বুঝতে পারেননি পরীক্ষার দিনই সন্তান জন্ম দিতে চলেছেন তিনি। পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে বৃহস্পতিবার (১৯ জুলাই) ঘটেছে এই ঘটনা। খবর বিবিসির।

দেশটির মামওয়া শহরের বাসিন্দা ফাতোওমাতা কুরওমা জানান, পরীক্ষার দিন কেন্দ্রে গেলে বুঝতে পারেন তিনি এখন সন্তান জন্ম দিবেন। কিন্তু ঘণ্টা খানেক পরেই তার পদার্থবিজ্ঞান ও ফ্রেঞ্চ পরীক্ষা। স্কুল কর্তৃপক্ষ তাকে হাসপাতালে পাঠায়। তবে সন্তান জন্ম দেওয়ার আধা ঘণ্টা পরেই তিনি স্কুলে ফিরে এসে পরীক্ষা দিতে বসেন।

বিজ্ঞাপন

ফাতোওমাতা কুরওমা বলেন, আমি আমার ‘ব্যাকালরুয়েট পরীক্ষা’ শেষ করতে চাচ্ছিলাম। পরীক্ষার দিন এ বিষয়ে আমার দুশ্চিন্তা হলেও আমি আমার স্বামী বা কাউকে জানাইনি। কারণ ভেবেছিলাম, তারা আমাকে বাড়িতেই থাকতে বলবে। অথবা বলবে ডাক্তারের কাছে যেতে। ছেলে শিশুটির জন্মানোর পর আমি বাবা-মায়ের কাছে তাকে দিয়ে চলে যাই পরীক্ষা শেষ করতে।

তিনি বলেন, পরীক্ষা শুরু হয়ে গিয়েছিল। পরীক্ষা নিয়ন্ত্রকরা আমাকে পরীক্ষা দেবার অনুমতি দেন।

ফাতোওমাতা কুরওমার সন্তান সুস্থ রয়েছে। তার স্বামী একজন পুলিশ অফিসার। স্ত্রীর কীর্তি এখন পুলিশ স্বামী সবাইকে বলে বেড়াচ্ছে। অদ্ভূত সাহস এই নারীর!

সারাবাংলা/ এনএইচ

কিশোরী মা গিনি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর