পাখির মতো উড়তে চেয়ে স্বপ্নপূরণ! (ভিডিও)
২১ জুলাই ২০১৯ ২০:১৫
ফরাসি নাগরিক জাপটা সবসময় আকাশে উড়ার স্বপ্ন দেখতেন। তবে উড়োজাহাজে নয়। কারণ তার পাখির মতো মুক্ত হয়ে উড়তে ইচ্ছে হতো। প্রায় তিন বছর পরিশ্রম করে তিনি বানিয়েছেন একটি ফ্লায়িং বোর্ড। ৫ টার্বাইন ইঞ্জিনের এই আকাশযানটি তাকে আকাশে পাখির মতোই ভাসাতে সক্ষম। খবর সিএনএনের।
ফ্লায়িং বোর্ডে আকাশে উড়ার ভিডিওটি দেখুন
বাস্তিল ডে’র সামরিক মহড়ায় ফ্রান্সের প্রেসিডেন্টসহ আগত দর্শকরা উপভোগ করেছেন জাপ্টার এই ফ্লাইয়িং বোর্ড। আগত দর্শকদের সামনে তিনি প্রায় ৫শ ফুট উঁচুতে উড়ে দেখিয়েছেন। এসময় তার গতিবেগ ছিল ঘণ্টায় ১৪০ কিলোমিটার।
জাপটা বলেন, এটা আসলে খুব সহজ নয়। আমাকে বাতাসের বিরুদ্ধে ভর দিতে ভেসে থাকতে হয়। এতে আমার পা ও ব্যথা করে। উড়ার ভারসাম্য রাখতে হয় সতর্কতার সঙ্গে। তবে এটা যেন পাখির মতোই উড়া। এটা প্রশান্তিরও।
পাহাড় ও মরুভূমির ওপর উড়তে বেড়াতে জাপটার ভালো লাগে। স্বাধীনতা উপভোগ করেন তিনি। তিনি চান সব দেশের স্পেশাল ফোর্সগুলো যেন তার এই উদ্ভাবন ব্যবহার করতে পারে। ফ্রান্স সরকার ইতোমধ্যে জাপটার উদ্ভাবনে ১.৪ মিলিয়ন ডলার বিনিয়োগের কথা জানিয়েছে। যাতে এতে নিরাপত্তা নিশ্চিত করা যায়।
সারাবাংলা/ এনএইচ