বন্যার নিউজ করতে গলা পানিতে পাকিস্তানের টিভি সাংবাদিক! (ভিডিও)
৩১ জুলাই ২০১৯ ১৩:২১
বন্যার ভয়াবহতা নিয়ে টেলিভিশনে লাইভ রিপোর্ট করতে গিয়ে গলা পানিতে নেমে আলোচনায় এসেছেন এক পাকিস্তানি সাংবাদিক। তার সেই রিপোর্টের ভিডিও ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে। অনেকে কাজের প্রতি ভালোবাসার কথা জানিয়ে এই সাংবাদিককে পুলিৎজার পুরস্কার দেওয়ার দাবিও তুলেছেন।
জানা গেছে, আজাদার হোসাইন নামের সেই সাংবাদিক পাকিস্তানের জিটিভি নিউজের হয়ে কাজ করেন। চলতি সপ্তাহে তিনি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সিন্ধু নদে বন্যা পরিস্থিতি নিয়ে রিপোর্ট করতে যান। ভিডিও থেকে দেখা যায়, পানির ওপরে শুধু তার মাথা বের হয়ে আছে এবং হাতে ধরা মাইক্রোফোন। তিনি খুব শান্তভাবে বন্যা উপদ্রুত অঞ্চলের কৃষিজমির ক্ষয়ক্ষতির বর্ণনা করছেন।
এ ভিডিও প্রকাশিত হবার পর থেকেই ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকের প্রশংসা চলছে। অনেকেই তার এ ধরনের সাহসী সাংবাদিকতার জন্য পুলিৎজার পুরস্কার পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন। তবে আবার কেউ কেউ এ ঘটনাকে স্রেফ পাগলামি বলে উড়িয়ে দিয়েছেন।