ছোট বিমানটিতে আকাশে ভালোই উড়ছিলেন তিনি। হঠাৎ ফুয়েল সিস্টেমে দেখা দিলো গোলযোগ। অগ্যাত পাইলট তার উড়োজাহাজ নামিয়ে আনলেন মাঝ রাস্তায়।
বৃহস্পতিবার (১ আগস্ট) অদ্ভূত এই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে।
তবে পাইলটের তারিফ যে করতেই হয়; ঝুঁকি নিয়ে সম্পূর্ণ নিরাপদে অবতরণ করেছেন তিনি। ক্ষয়ক্ষতি হয়নি সড়কে কোনো গাড়িরও।
কর্তৃপক্ষ জানিয়েছে, এটি ছিল সিঙ্গেল-প্রোপেলার কেআর২ বিমান। পার্কল্যান্ডের রাস্তায় জরুরি অবতরণ করার পর এটি সরিয়ে নেওয়া।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার ভিডিও আগ্রহ তৈরি করেছে।