প্রাচীন টিয়া পাখি ছিল আকারে মানুষের অর্ধেক!
৭ আগস্ট ২০১৯ ১৭:৪০
প্রকাণ্ড সাইজের টিয়া পাখির অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হয়েছে বিজ্ঞানীরা। ১.৯ কোটি বছর আগে এসব টিয়া ঘুরে বেড়াত নিউজিল্যান্ড ও আশেপাশের এলাকায়। আকারে ছিল ৩ ফুট ২ ইঞ্চি উচ্চতার। যা গড়ে একজন মানুষের অর্ধেক।
নিউজিল্যান্ডের দক্ষিণে ওটাগোর কাছেই সেন্ট বাথানাসে দুই যুগ আগে পাখির জীবাশ্ম খুঁজে পাওয়া যায়। সেগুলো পুনরায় গবেষণার পর মঙ্গলবার (৬ আগস্ট) জার্নাল বায়োলজি লেটারে প্রকাশিত নিবন্ধে এসব তথ্য জানানো হয়।
স্বভাব-চরিত্রে এসব টিয়া পাখি ছিল অনেকটা নিরীহ ও মাংসাশী। ওজনে ছিল ৭ কেজির মতো। বর্তমানে বেঁচে থাকা সবচেয়ে বড় প্রজাতির টিয়া কাকাপোর চেয়ে এসব পাখি দ্বিগুন ওজনের।
অস্ট্রেলিয়ার ফ্লিন্যারস ইউনিভার্সিটির জীবাশ্মবিদ প্রফেসর ট্রেভর ওর্থি বলেন, এর চেয়ে বড় টিয়াজাতের অস্তিত্ব পৃথিবীতে নেই।
এসব টিয়া এতটাই দানবাকৃতির। অন্য ছোট প্রজাতির টিয়াদের খেয়ে ফেলা এদের অভ্যাস হলেও তা অবাক হওয়ার মতো নয় বলে বিজ্ঞানীদের ধারণা।