এবার হজে হাজীদের চিকিৎসায় রোবট!
১০ আগস্ট ২০১৯ ১৭:৩৯
চলতি বছর পবিত্র হজে আছে ডিজিটাল চিকিৎসাসেবা সুবিধা। হাজীদের চিকিৎসায় ব্যস্ত রয়েছে কিছু রোবট। রিয়াদ ও জেদ্দা থেকে ডাক্তাররা রোবটগুলোর মাধ্যমে মিনা ও মক্কায় হাজীদের চিকিৎসাসেবা দিতে পারবেন। শুক্রবার (৯ আগস্ট) এই খবর প্রকাশ করে সৌদি গেজেট।
এসব চিকিৎসক রোবট ৪-জি প্রযুক্তি সম্পন্ন। ১৬টি হাসপাতালের চিকিৎসকরা রোবটগুলোর সহায়তায় দুর্গম মিনা, মুজদালিফা ও আরাফাতে রোগীদের দেখবেন। হৃদরোগসহ বিভিন্ন জরুরি চিকিৎসা সহায়তার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
মিনা ইমার্জেন্সি হাসপাতালের চিকিৎসক ডক্টর আহমেদ বালখায়ের বলেন, ‘আমরা এখন জটিল কিছু রোগের চিকিৎসা দ্রুত সময়ের মধ্যে দিতে সক্ষম।
তিনি আরও বলেন, রোবট চালানোর জন্য ডাক্তারদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।