Thursday 24 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ট্রেলিয়ায় জিওগ্রাফি পুরস্কার জিতল যেসব ছবি


১৬ আগস্ট ২০১৯ ১৪:০৯ | আপডেট: ১৬ আগস্ট ২০১৯ ১৪:৪৭

বিচারকরা এই ছবিটির নাম দিয়েছেন ‘মৃত্যুর অবিশ্বাস্য সৌন্দর্য’

জীব-বৈচিত্র্যে ভরপুর অস্ট্রেলিয়া মহাদেশ। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, অ্যান্টার্কটিকা ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ছবিতে প্রতিবছর আয়োজন করা হয় অস্ট্রেলিয়ায় জিওগ্রাফি পুরস্কারের। জনপ্রিয় ওয়াইল্ড ফটোগ্রাফিতে পুরস্কারজয়ী কিছু ছবি প্রকাশ করেছে বিবিসি।

১৭ বছর বয়সী আলোকচিত্রী ফ্লেয়ড মেলন ছবিটি তুলেছেন অস্ট্রেলিয়ার নিউজ সাউথ ওয়েলস থেকে।

বাচ্চা হাঙরের খাবার গ্রহণের ছবি তোলা হয়েছে সিডনির পোর্ট জ্যাকসন থেকে।

সমুদ্রে আক্রমণকারীর হাত থেকে বাঁচতে গায়ে হাইড্রা জড়িয়েছে ছদ্মবেশি শামুক।

নিউ সাউথ ওয়েলসের  একটি পার্কে ইস্টার্ন গ্রে ক্যাঙ্গারু।

নিউ সাউথ ওয়েলস থেকে তোলা। মা ও শিশু ওমবেট যাচ্ছে কোথায়?

বান্ধবী খুঁজছে পুরুষ হামব্যাক তিমি। টোঙ্গা থেকে তোলা।

মেনিনদেস লেক। খরায় বন্যপ্রাণীর মৃত্যু আশঙ্কাজনক।

অস্ট্রেলিয়া ওয়াইল্ড ফটোগ্রাফি জিওগ্রাফি পুরস্কার