Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এই গ্রীষ্মে যেসব বই পড়ছেন বারাক ওবামা


১৭ আগস্ট ২০১৯ ১৭:৩০ | আপডেট: ১৭ আগস্ট ২০১৯ ১৭:৩৬

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বেশ বই পড়ুয়া এবং বইপ্রেমিক। রাষ্ট্রক্ষমতায় থাকাকালীন হয়ত সেভাবে তার বইয়ে চোখ বুলানোর সময়-সুযোগ হয়নি। তবে অবসরে গিয়ে এখন তিনি ঠিকই সেই খেদ মিটিয়ে নিচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি তিনি তার প্রিয় বইগুলোর নাম জানিয়েছেন। সেইসঙ্গে আহ্বান করেছেন পাঠকদের পরামর্শও। নিউ ইয়র্ক টাইমসে এ খবর প্রকাশ পেয়েছে।

ওবামার তালিকায় নতুন ও পুরনো উভয় ক্যাটাগরির বই জায়গা করে নিয়েছে। যেসব লেখকের বই তিনি পড়ছেন তারা হলেন, টে অবরেট, কলসন হোয়াইটহেড, টেড চিয়াং, হারুকি মোরাকামিসহ কিছুদিন আগে মৃত্যুবরণ করা জনপ্রিয় লেখক টনি মরিসন। ওবামা তার লেখায় এই সাহিত্যিকের প্রতিও শ্রদ্ধা জানিয়েছেন। ওবামা টনি মরিসনকে ২০১২ সালে প্রেসিডেন্টশিয়াল মেডেল অব ফ্রিডমে ভূষিত করেন। টনি মরিসনের লেখা বিলাভড, সং অব সলেমর, দ্য ব্লুয়েস্ট আই, সুলা পড়ে পাঠকরা তৃপ্ত হবেন বলেও জানান ওবামা।

ওবামার পছন্দের বইগুলো হলো:

  • টনি মরিসন-এর সাহিত্য সংকলন।
  • কলসন হোয়াইটহেড-এর দ্য নেকেল বয়জ।
  • টেড চিয়াং-এর এক্সহেলেসন।
  • হিলারি ম্যান্টেল-এর উলফ হল।
  • হারুকি মোরাকামি-এর ম্যান উইথআউট ওম্যান।
  • লরেন উইলকসন-এর আমেরিকান স্পাই।
  • নিকোলাস কার-এর দ্য সোলোস।
  • হোপ জাহরেন-এর ল্যাব গার্ল।
  • টে অবরেট-এর ইনল্যান্ড।
  • দিনওয়া মেংগুসতো-এর হাউ টু রিড দ্য এয়ার।
  • স্টেফানি ল্যান্ড-এর মেইড।

টনি মরিসন পছন্দের বই বারাক ওবামা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর