চলতি বছরের শুরুতে থাইল্যান্ডে উদ্ধার হওয়ার পর আলোচনায় আসে মরিয়ম। তবে বেশিদিন বেঁচে থাকা হলো না তার। পাকস্থলিতে ইনফেকশন হয়ে শনিবার (১৬ আগস্ট) রাতে মৃত্যুবরণ করতে হয়েছে তাকে। চিকিৎসকরা জানিয়েছেন, প্লাস্টিক খাওয়ার পরই ইনফেকশন হয়েছিল মরিয়মের।
মরিয়ম একটি ডুগংগ, যা মূলত সমুদ্রে বসবাসকারী বিরল প্রজাতির একটি স্তন্যপায়ী প্রাণী, সাগর গাভী নামেও যা পরিচিত। থাইল্যান্ডে জীবিত থাকা মাত্র কয়েক শ সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীর মধ্যে এই ডুগংগ একটি।
আট মাস বয়সী মরিয়ম সপ্তাহখানেক আগে অসুস্থ হয়ে পড়লে খাওয়া বন্ধ করে দেয়। পরে অটোপসি রিপোর্টে দেখা যায়, পাকস্থলীতে কয়েকটি প্লাস্টিক জমে আছে। তার মধ্যে একটি প্রায় আট ইঞ্চি লম্বা।
চিকিৎসকরা জানিয়েছেন পাকস্থলির ইনফেশন রক্তে ছড়িয়ে পড়ায় তাকে বাঁচানোর সব চেষ্টা ব্যর্থ হয়েছে।
একটি ওয়েব ভিডিওতে দেখা গেছে জামিল নামের আরেকটি ডুগংগের সঙ্গে মরিয়মকে খাওয়ানো হচ্ছে এবং দেখাশোনা করা হচ্ছে।
গত এপ্রিলে থাইল্যান্ডের সমুদ্র সৈকত থেকে উদ্ধার হওয়ার পর ইন্টারনেট দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করে মরিয়মের একটি ছবি। তার মৃত্যুতেও সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে। অনেক অনেক মানুষ মরিয়মের মৃত্যুতে শোক প্রকাশ করে পোস্টও করছেন।
এর আগেও থাইল্যান্ডে ৮০টি প্লাস্টিক ব্যাগ খেয়ে ফেলার পর একটি পাইলট তিমির মৃত্যু হয়েছিল।
বিশেষজ্ঞরা বলেছেন, এ ধরনের বিরল প্রজাতির প্রাণীদের বাঁচানোর জন্য মানুষের আরও দায়িত্বশীল এবং পরিবেশবান্ধব আচরণে অভ্যস্ত হওয়া দরকার।