কয়েক হাত দূরত্ব বাঁচিয়ে দিলো তাকে! (ভিডিও)
১৮ আগস্ট ২০১৯ ১৯:২১
বজ্রপাতের সময় কেন সবাইকে ঘরে থাকতে বলা হয় তা বুঝতে হলে এই ভিডিওটি দেখতে হবে। তা পেটে ক্ষুধা বা অন্য যেকোনো জরুরি কাজই হউক না কেন! সাউথ ক্যারোলিনার রামুলাস মেকনেইল নামে এক ব্যক্তি সৌভাগ্যবশত বজ্রপাতে সাক্ষাৎ মৃত্যু থেকে বেঁচে গেলেন। এই ঘটনা তিনি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। রোববার (১৮ আগস্ট) খবর ছাপিয়েছে হিন্দুস্থান টাইমস।
ভিডিওতে দেখা যায় মেকনেইল বৃষ্টির মাঝে রাস্তা ধরে এগিয়ে আসছেন। তার মাথায় ছাতা। এসময় বজ্রপাত আঘাত হানে ঠিক তার খুব কাছে মাটিতে। বজ্রপাতের তীব্রতা এতটাই বেশি ছিল তার হাতের ছাতাটা পড়ে যায়।
অনেকে এই ঘটনা দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন। তারা জানতে চেয়েছে মেকনেইল কেমন আছেন। বড় ধরনের কোনো ক্ষতি না হওয়ায় তাকে সবাই সৌভাগ্যবানই বলছেন। পরবর্তীতে তাকে আরও সাবধান হতে পরামর্শ দিয়েছেন কেউ কেউ।
এদিকে তার নিজের মনেও শঙ্কা ছিল বলে ডব্লিউএমবিএফ নিউজকে জানিয়েছেন রামুলাস মেকনেইল। তিনি বলেন, এটা কিছুটা অদ্ভূত। আমি আসলে কিছু খেতে বাইরে যেতে চাচ্ছিলাম।