Friday 29 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গরমে অস্থির ভাদ্রের দিন


১৯ আগস্ট ২০১৯ ০৯:৩৬

কালই বলছিলাম যে ভাদ্র তার চেহারা এখনো দেখাতে শুরু করেনি। ব্যস, গায়ে লেগে গেল! সকাল থেকে প্রকৃতি একেবারে গরম ঢেলে দিল রাজধানীর বুকে। একেবারে ঝরঝরে রোদ দিয়ে শুরু হলো দিন।

যদিও আকাশে মেঘ আছে, মাঝে মাঝেই তা রোদকে কিছুটা নিয়ন্ত্রণে নিচ্ছে, তবু গরম কিন্তু কমছে না।

আবহাওয়া অধিদফতর জানাচ্ছে যে, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর দিয়ে সক্রিয় রয়েছে এবং তা উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজমান।

ফলে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন রাজশাহী ও খুলনার অনেক স্থানেই বৃষ্টি হতে পারে। আবার রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা আছে।

যদি বৃষ্টি হয় তবেই কিছুটা গরম কম মনে হবে। তা না হলে বাতাসে আদ্রতার যে হার তাতে বেশ অস্বস্তিই হবে।

বাড়ির বাইরে বের হলে সঙ্গে বিশুদ্ধ পানি রাখুন, যেন তৃষ্ণা পেলে যে কোনো পানি পান করে তা মেটাতে না হয়।

আর সঙ্গে রাখুন ছাতা। আচমকা বৃষ্টি হলে তো বাঁচবেনই কড়া রোদ থেকেও আপনাকে রক্ষা করবে।

সবার দিন নিরাপদ হোক।

ভাদ্রের গরম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর