যাক, বেশ কয়েকদিন পর সমুদ্র শান্ত হয়েছে। আপাতত বাংলাদেশের উপকূল, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই বলেই মনে করছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
আর তাই নামিয়ে ফেলতে বলা হয়েছে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত।
অন্যদিকে, রাজধানীর আকাশ আজ পরিস্কার। সকালে তো রীতিমতো রোদে চারপাশ ঝকঝক করছিল। অবশ্য মাঝে মাঝে মেঘেও ঢেকেছে আকাশ। অ্যাকুওয়েদার বলছে, আজ দুপুরের পর ঢাকায় বৃষ্টির সম্ভাবনা আছে। বাতাসে আর্দ্রতা থাকবে ৭০ শতাংশের বেশি। আকাশেও থাকবে মেঘ। বিকেলের পর বৃষ্টির সম্ভাবনা খুব একটা অবশ্য নেই।
মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয়া ও উত্তর বঙ্গোপসাগরে তা দুর্বল অবস্থায় রয়েছে। ফলে দেশের বিভিন্ন স্থানে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও তো ভারি বৃষ্টিও হতে পারে।
ক্যালেন্ডার অনুযায়ী আজ ভাদ্রের শেষ। শরৎকালের এই সময়টা আকাশ থাকে দেখার মতো। কিন্তু গরমও পড়ে বেশ।
রোদ-বৃষ্টি-গরম যাই হোক না যেকন, দিনটি সবার ভালো কাটুক, এই প্রত্যাশাই করি।