মেয়রের বাসা থেকে ১৩ টন সোনা, ৩৭ বিলিয়ন ডলার জব্দ (ভিডিও)
২ অক্টোবর ২০১৯ ১৮:৪১
চীনের হাইকু শহরের সাবেক মেয়র জাং কুই। তার বাড়ি থেকে পুলিশ যে সোনা-দানা ও অর্থ উদ্ধার করেছে তা বলা চলা অকল্পনীয়। প্রায় ১৩.৫ টন সোনা ও নগদ ৩৭ বিলিয়ন মার্কিন ডলার লুকিয়ে রেখেছিলেন এই দুর্নীতিগ্রস্ত মেয়র। খবর ডেইলি স্টারের।
দেশটির ন্যাশনাল সুপারভাইজরি কমিশন জাং কুই এর বিরুদ্ধে তদন্ত পরিচালনা করছে। দোষী সাব্যস্ত হলে অর্থ কেলেঙ্কারির দায়ে মৃত্যুদণ্ড সাজা পেতে পারেন চীনের কমিউনিস্ট পার্টির এই রাজনীতিবিদ।
ভিডিওতে দেখা যায়, স্তূপ করে রাখা সোনা ছড়িয়ে আছে। এছাড়া অর্থের মধ্যে ছিল চীনা ইয়ান, ইউরো ও মার্কিন ডলার। এসব ছাড়াও জাং কুই এর আরও বিলাসবহুল সম্পত্তির খোঁজ পেয়েছে চীনের তদন্তকারীরা।
ক্ষমতায় আসার পর থেকেই প্রেসিডেন্ট শি জিনপিং দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। এ পর্যন্ত ১ হাজার জনকে আর্থিক অসঙ্গতির দায়ে অভিযুক্ত করা হয়েছে। এরমধ্যে সরকারি কর্মকর্তা, শীর্ষ নির্বাহী ও সেনাসদস্যও রয়েছেন।