Monday 19 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুয়ারেজ থেকে ১৩ ফুট বিষধর কিং কোবরা উদ্ধার (ভিডিও)


১৬ অক্টোবর ২০১৯ ১৪:৩৬ | আপডেট: ১৬ অক্টোবর ২০১৯ ১৫:০৭

থাইল্যান্ডে একটি সুয়ারেজ থেকে প্রায় ১৩ ফুট দৈর্ঘ্যের অতিকায় কিং কোবরা উদ্ধার করেছে নিরাপত্তাকর্মীরা। স্থানীয় উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, এযাবৎ তারা যত সাপ উদ্ধার করেছে এটিই সবচেয়ে বড়। খবর এএফপির।

সাতজন উদ্ধারকারী প্রায় একঘণ্টার চেষ্টায় বিষধর কিং কোবরাটিকে উদ্ধার করতে সক্ষম হয়। ভিডিওতে দেখা যায় সুয়ারেজ থেকে একজন উদ্ধারকর্মী সাপটিকে ধরতে চেষ্টা করছেন।

হাউজিং এস্টেট প্রতিষ্ঠানের একজন কর্মী জানান, কয়েকদিন আগে সাপটিকে প্রথম দেখা গিয়েছিল। জঙ্গল পরিস্কার করে এখানে প্লট নির্মাণ করা হচ্ছে।

বিশাল এই কিং কোবরা সাপটি প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হয়েছে।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককেও সাপের আধিক্য সবার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এমনটি আন্তর্জাতিক বিমানবন্দরও আগে পরিচিত ছিল কোবরাদের জলভূমি নামে।

থাইল্যান্ড বিষধর কিং কোবরা সাপ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর