Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অন্ত্যেষ্টিক্রিয়ায় গাঁজার কেক পরিবেশন!


৩০ অক্টোবর ২০১৯ ১৪:৫৭ | আপডেট: ৩০ অক্টোবর ২০১৯ ১৫:৩৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তর জার্মানির একটি মৃত বাড়িতে অতিথিদেরকে গাঁজার কেক পরিবেশন করা হয়েছে। উইথাগেনের ওই অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়া ১৩ জন অতিথি কেক খাওয়ার পর মাথা ঘোরা শ্বাস-প্রশ্বাসের সমস্যা অনুভব করেছেন।

পুলিশের তদন্ত থেকে দেখা গেছে, যে রেস্টুরেন্ট থেকে কেক আনানো হয়েছিল। সেই রেস্টুরেন্টের মালিকের মেয়েকে কেক বানানোর জন্য বলা হয়েছিল। অন্য আরেকটি অনুষ্ঠানের জন্য গাঁজার কেক অর্ডার তালিকায় ছিল।

কিন্তু শেষ পর্যন্ত অর্ডার সরবরাহ করার সময় এলোমেলো করে ফেলায় এ ঘটনা ঘটে। জার্মানরীতি অনুসারে মৃতের শেষ কাজ সম্পন্ন করার পর সবাইকে কফি ও কেক সরবরাহ করা হয়। রস্টক শহরের পুলিশ ওই দোকান মালিক ও তার মেয়ের ব্যাপারে তদন্ত চালিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

গত আগস্টে এই ঘটনা ঘটলেও ওই মৃতের প্রতি সম্মান দেখিয়ে এতদিন জনসম্মুখে আনা হয়নি।

কেক গাঁজা জার্মানি মৃত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর